এলন মাস্কের সাফল্যের ১০ টি গোপন কৌশল

Image Source: money.cnn.com
প্রযুক্তি-প্রবর্তক,উদ্ভাবনকারী,গেম-চেঞ্জার। এই শব্দগুলো এলন মাস্কের সমার্থক। একজন মানুষ যিনি পেপ্যাল,স্পেসX এবং টেসলা প্রতিষ্ঠা করেছেন তাকে আপনি আর কোনভাবে বর্ণনা করতে পারেন? মাস্কের জন্য, অফিসে নতুন একটি দিন শুরু করার মানে হচ্ছে নতুন মডেলের টেসলা রোডস্টার বাজারে নিয়ে আসা বা মহাকাশে স্পেসX রকেট উত্থাপন করা। আমাদের অনেকেরই এই বাস্তব জীবনের আয়রন ম্যানের কাছ অনেক কিছু শিখার আছে, তা আমরা উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন উদ্যোক্তা বা কর্মী যাই হতে চাই না কেন। এখানে আমি এলন মাস্কের তার স্বপ্নকে সত্যি করার ১০ টি গোপন কৌশল বর্ণনা করেছি যা আপনিও অনুসরণ করতে পারেন।
১) নেতৃত্ব দেয়ার জন্য পড়ুন
স্কুল শেষ হয়ে যেতে পারে কিন্তু স্বশিক্ষা কখনো শেষ হবার নয়।”আপনি নিজেও জানেন না যে আপনি আসলে কি জানেন না। পড়ার মাধ্যমেই আপনি জানবেন আপনার অজানা বিষয়গুলোকে।”,বলেন মাস্ক, যিনি ছেলেবেলায় একটি আস্ত এনসাইক্লোপিডিয়া পড়ে শেষ করেছিলেন। জী, ঠিকই পড়েছেন। যখন আমি আর আপনি গল্পের বই পড়তে ব্যস্ত তখন মাস্ক এনসাইক্লোপিডিয়া পড়ে শেষ করেছেন। মাস্কের যত বয়স বেড়েছে তিনি ততই তার জ্ঞানের পরিধি বাড়িয়েছেন। আপনার পড়ার অভ্যাস কেমন? সামাজিক মাধ্যমের পোস্ট পড়া আর বই পড়া এক জিনিস নয়। সেই বইগুলোই পড়ুন যা আপনার চিন্তা ভাবনাকে প্রসারিত করবে এবং নতুন ধ্যান ধারণা আর আইডিয়া দিবে। এটা কোনই আশ্চর্যের বিষয় নয় যে অসাধারণ শিক্ষার্থীরাই সমাজে বেশি উপার্জক।
২) আপনার সকল টাকা বিপননে খরচ করবেন না
মাস্ক তার সম্পদ বিপননে খরচ করেন না। এর পরিবর্তে, তিনি নিজেকে জিজ্ঞাসা করেন: এই কাজটা পণ্য বা সেবাকে আরো ভালো করবে তো? যদি তা না হয়, তাহলে তিনি তা করা বন্ধ করেন। একজন মার্কেটের হিসেবে এটা আমাকে কষ্ট দিলেও আমি মাস্কের বিষয়টিও বুঝি। একটি পণ্য যদি অসাধারণ হয় তাহলে মানুষ সেটি নিয়ে অনেক মাতামাতি করে। সেটির দিকে প্রথমে ফোকাস করুন এবং সাফল্য আসে ধরা দিবে।
৩) কম বয়সে ঝুকি নিন
তরুণ বয়স উদ্যোক্তা হবার জন্য সেরা সময়। মাস্ক বলেন,”আপনার যত বয়স বাড়তে থাকে আপনার দায়িত্বও তত বাড়তে থাকে, সুতরাং আমি আপনাদেরকে বলবো যে কম বয়সে ঝুকি নিন,আপনি তার জন্য পরে অনুতপ্ত বোধ করবেন না।” আপনার বয়স যত বাড়তে থাকে,ঝুকি নেয়া আপনার পরিবার এবং বাচ্চাদের উপরও প্রভাব ফেলে। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে, আপনার হাতে সময়ও কম থাকে। এর পরিবর্তে, এখনি ঝুকি নিন যখন আপনার অন্য কোন দায় দায়িত্ব এবং সময়ের বাধ্যবাধকতা নেই।
৪) কঠোর পরিশ্রম করুন
এলন মাস্ক দারুন পরিশ্রমী। তিনি মাঝেমধ্যেই তার বিভিন্ন প্রতিষ্ঠানে সপ্তাহে ১০০ ঘন্টা পর্যন্ত কাজ করেন। আপনিও তাই করুন আমি তা বলছি না কিন্তু যখন আপনি ক্লান্ত বোধ করেন তখন এলনকে স্মরণ করুন। যখন হতাশ বোধ করেন তখন এলনকে স্মরণ করুন। তিনি হলেন নিজেকে আরো বেশি পরিশ্রমী বানানোর একটি উজ্জল দৃষ্টান্ত। আপনি যদি একই কাজ না করেন তাহলে সম্ভবত আপনি আপনার প্রতিভার সবটুকু কাজে লাগাচ্ছেন না।
৫) অভিযোগ না করে সমাধান বের করুন
বেশিরভাগ মানুষ ট্রাফিক নিয়ে অভিযোগ করেন, এলন মাস্ক বাদে। এই নিয়ে অভিযোগের পরিবর্তে, মাস্ক এটার একটা সমাধান খুজেছেন। এই সমস্যা সমাধানের জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরী করেছেন যার নাম হচ্ছে ‘বোরিং কোম্পানি’, যা টানেল তৈরির মাধ্যমে ট্রাফিক জ্যাম কমানোর সমাধান নিয়ে কাজ করে। তিনি বলেন,”কোন একটি বিষয় নিয়ে অভিযোগ থাকার মানে হলো সেখানে একটি সমস্যা আছে যার সমাধান লাগবে।” তিনি আরো বলেন,”অভিযোগগুলোর দিকে মনোযোগ দেয়া মানুষের দরকারী কোন একটি সমস্যার উদ্ভাবনী সমাধান বের করার জন্য সর্বকৃষ্ট।”
৬) আপনার অংশীদারদের আপনার পরিবারের মতো ভালোবাসুন
সেরা নেতারা ভোক্তাদেরকে এবং সহকর্মীদেরকে পরিবারের মতো মনে করে। উদহারণসরূপ মাস্ক,টুইটারে মাধ্যমে নিয়মিত ভোক্তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এটাকে ছোট ব্যাপার মনে হলেও মানুষ ঠিকই খেয়াল করে। মাস্ক বলেন,”আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের সহকর্মীরা”।”যদি আমরা তাদের ঠিকভাবে দেখভাল করি তাহলে তারাও তখন ব্যবসা একইরকমভাবে দেখভাল করবে।” আমরা আমাদের গ্রাহকদের মতই সহকর্মীদেরকে গুরুত্বপূর্ণ মনে করি। মাস্কের মতই আপনার অফিস রুম থেকে বের হয়ে সহকর্মীদের আর গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে ব্যবসা প্রসারিত করুন।
৭) সাফল্যের জন্য পরিকল্পনা করুন কিন্তু ব্যর্থতার জন্যও প্রস্তুত থাকুন
সাফল্যের জন্য কোন বাধাধরা নিয়ম নেই। এমনকি মাস্কও বলতে পারেন না টেসলা মটরস ভবিষতে কেমন করবে। কিন্তু তিনি ব্যখ্যা করেছেন:”যদি কোন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার তা করা উচিত এমনকি সম্ভাব্য ফলাফল ব্যর্থতা হলেও।” এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করা উচিত আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য। একই সাথে ব্যর্থতার জন্য প্রস্তুত থাকা দরকার। ব্যর্থতা সামলে নেয়া সহজ যদি আপনার ব্যাক আপ পরিকল্পনা থাকে।
৮) ট্রেন্ড অনুসরণ করবেন না, নতুন ট্রেন্ড তৈরী করুন
মাস্ক বলেন,”শুধুমাত্র ট্রেন্ড অনুসরণ করবেন না।” সর্বাধিক সফল প্রতিষ্ঠানগুলো নতুন কিছু প্রবর্তনের দিকে ফোকাস করে। তারা প্রতিযোগীদেরকে অনুসরণ করে না। প্রতিযোগিদেরকে অনুসরণ না করে নিজের সতন্ত্র অবস্থানকে ফোকাস করে লক্ষনীয় হোন।
৯) ফিডব্যাক লুপ তৈরী করুন
সবসময়ই উন্নতির সুযোগ আছে। মাস্ক বলেন, একটি ফিডব্যাক লুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপনি সবসময় চিন্তা করতে থাকেন আপনি কি করেছেন এবং আরো ভালো কীভাবে করতে পারেন। তিনি বলেন,”নেতিবাচক সমালোচনাকে ভয় পাবেন না,এটা অনেক সময় এমন অন্তদৃষ্টি প্রদান করে যা আপনি নিজে কখনো বের করতে পারবেন না।”
১০) যা করছেন সেটার ভালো দিকটা দেখুন
আপনাকে ভালো কিছু করার জন্য পৃথিবীকে পরিবর্তন করে দিবে এমন কিছু করতে হবে না। কিন্তু আপনাকে অবশ্যই অন্যের জন্য মূল্যবান কিছু করতে হবে। মাস্ক বলেন, আপনি যদি সামান্য কিছুও করেন যা অনেক মানুষের কাছে মূল্যবান যেমন ছোট একটি কম্পিউটারের খেলা বা ফটো শেয়ারিং, আমি মনে করি সেটাই যথেষ্ট। নিজের কাজের ভালো দিকগুলো দেখুন সেটা যত সামান্যই হোক না কেন, এটা আপনাকে অনুপ্রানিত থাকতে সাহায্য করবে।
আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন, এলন মাস্কের মানসিকতা এবং অভ্যাসগুলো গ্রহণ করা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। যে অতিরিক্ত চেষ্টা আপনি আজকে করছেন তা ভবিষতে বড় ফল আনবে।
www.forbes.com সাইটে প্রকাশিত আর্টিকেলের ছায়া অবলম্বনে লেখা।
মন্তব্য করুন