কোন কিছু মাঝপথে ছেড়ে দেয়া কি আসলেই নেতিবাচক না ইতিবাচক?
কোন কিছু ছেড়ে দেওয়াকে সবাই নেতিবাচক হিসাবে দেখে সবখানে। নিঃসন্দেহে, এমন কিছু সময় আছে যখন ছেড়ে দেওয়াটাই ভালো, উদাহরণস্বরূপ ধূমপান ত্যাগ করা। কিন্তু সাধারণভাবে বলতে গেলে, কোন কিছু ছেড়ে দেওয়াকে ক্ষতি হিসাবেই দেখা হয়। এমনকি এটি যদি এমন কিছু হয়ে থাকে যেটি আমাদের জন্য ফলপ্রসূ নয়, অথবা এমন কিছু যা আমরা করতে পছন্দ করি না তবুও। কোন কিছু ছেড়ে দেওয়াকে নিজের ব্যক্তিগত অবনতি বলে মনে করা হয়। কিন্তু কখনও কখনও, কোন কিছু ছেড়ে দেওয়াই সাফল্যের পথে প্রথম পদক্ষেপ হতে পারে। Read More