ইসলাম: একটি বিশ্বসভ্যতা
এই বিশ্বসভ্যতা তার মাঝে আসা মানুষের মন ও চিন্তায় প্রভাব রাখার ব্যাপারেও যথেষ্ট সফল। ইসলামের কারণেই যাযাবর আরবদের হাতে শোভা পেয়েছিলো জ্ঞান-বিজ্ঞানের মশাল। এমনকি ফার্সিরা, যারা কিনা ইসলামের আগেই একটা সমৃদ্ধ সভ্যতার সূচনা করেছিল, তারাও আগের চেয়ে আরো জোরালোভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে লাগলো। তুর্কি ও অন্যান্য জাতিদের নিয়েও একই রকম বলা যায়। প্রায় আটশ বছর ধরে আরবী ছিল জ্ঞান বিজ্ঞানের প্রধান ভাষা। ইসলামের শুরুর দিকে পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠাও এই সভ্যতার বিকাশের একটা অন্যতম কারণ। এমনকি শুধুমাত্র আধুনিক সময়ের গোড়ার দিকে এসে বাইরের শক্তির প্রভাব ও মুসলমানদের নিজেদের বিশ্বাসের দুর্বলতা- ইসলামের ঐতিহ্যকে বাধাগ্রস্ত করতে পেরেছে। এবং এখন মুসলমানরা তাদের রাজনৈতিক স্বাধীনতা ফিরে পাওয়ার সাথে সাথে একটি নতুন আরম্ভও ইসলামী বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ছে। Read More