ভারতে ঘুরতে যাওয়ার সেরা কিছু জায়গা (পর্ব ২)

Image Source: lehladakhxp.com
এর আগের পর্বের ১০ টি জায়গার সাথে এই পর্বে ভারতে ভ্রমন করার মতো আরো ১০ টি জায়গা বর্ণনা করা হলো যা আপনি আপনার এডভেঞ্চার প্রিয় বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন। তাহলে চলুন দেরী না করে ডুবে যাই প্রাকৃতিক সৈন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্রতার মাঝে।
১১) দিল্লী

Image Source: icn2018delhi.in
আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভাল জায়গা হল এটা। এটা নিঃসন্দেহে ভারতের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। দিল্লীর বিভিন্ন জায়গা আপনাকে শুধ মুগ্ধই করবে না, এর সংস্কৃতি দেখেও আপনি বিস্মিত হবেন। দিল্লীতে ঘুরে বেড়াবার জন্য এমন অসংখ্য জায়গা আছে। শপিং পিপাসুদের জন্য এটা অন্যতম উপযোগী জায়গা যেখানে যেকোন কিছু থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়।
১২) স্পিটি ভ্যালি

Image Source: invinciblengo.org
এটি ছোট তিব্বত নামে পরিচিত। এটি তিব্বত ও ভারতের মাঝে অবস্থিত। ‘স্পিটি’ নামের অর্থ হচ্ছে মধ্যম জমি। উত্তর পূর্ব হিমাচল প্রদেশে ‘স্পিটি ভ্যালি’ হচ্ছে একটি মানবহীন পাহাড়ি উপত্যকা। এখানে ঘুরতে গেলে বিশাল তুষারপাত এবং তুষারে ঢাকা পাহাড়গুলি দর্শনার্থীদের বিস্মিত করবে। আদিবাসী মঠগুলো যেমন ‘ধানকার’ এবং ‘লালুং’ হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষনীয় স্থান। কিছু মঠ আছে ১০০০ বছরেরও আগের যা এখনো অগণিত পর্যটককে আকর্ষিত করে। এখানে বন্ধুদের নিয়ে আসার জন্য যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে। যেখানে কোনায় কোনায় সৌন্দর্যের রহস্য বের করা সম্ভব।
১৩) আউলি

Image Source: haridwarrishikeshtourism.com
আপনারা যারা গাড়ওয়াল পাহাড়ে যাবার কথা ভাবছেন এটা তাদের জন্য একটা চমৎকার সুযোগ। ছুটিতে মনোমুগ্ধকর আউলিতে চলে যান। জশিমাথ যাবার পথে ৩.৫ কিমি. অটোতে ভ্রমন করুন এবং নন্দা দেবী,কামেত আর দ্রনাগিরি ছুয়ে যান। আপনি এবং আপনার বন্ধুরা ছুটিতে যদি এডভেঞ্চারের স্বাদ পেতে চান তাহলে আউলি হচ্ছে একটি আদর্শ জায়গা। আপনি ওখানে অনায়াসে স্কিইং,ট্রেকিং এবং রিভার রাফটিং করতে পারবেন। আউলিতে স্কিইং করাটা আপনার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হবে।
১৪) ভ্যালি অফ ফ্লাওয়ারস ট্র্যাক

Image Source: haridwarrishikeshtourism.com
আপনি স্বর্গের দেখা পেতে চান তাহলে এখানে আপনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে ঘুরতে যেতে পারেন। ১৯৩১ সালে ফ্রাঙ্ক স্মিথ নামের একজন বিশিষ্ট ভ্রমণকারীর মাধ্যমে এটি আবিষ্কৃত হয় যা পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গ। তখন তিনি ভ্যালি অফ ফ্লাওয়ারস সম্পর্কে একটি বই লেখেন যেটি ভক্তদের কাছে মাদার নেচার নামে সমাদ্রিত হয়। অভিযাত্রীরা যতই এই আকর্ষণীয় ভ্যালির মধ্যে দিয়ে ভ্রমন করবে ততই বিভিন্ন ফুলের রকমারি বাগান দেখতে পাবে। এর মধ্যে সক্ষিফ্রগ,সেদিয়ামস,লিলিস,পপি,কালেনদুলা,ডেইসি,জেরানিউম,জিনিয়া এবং পিটুনিয়া বিদ্যমান। এখানে নানা ধরণের প্রজাপতি ও পোকামাকড়ও দেখতে পাওয়া যাবে। হিমালয়ের মাঝখানে ৩৮৫৮ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি আপনার এবং আপনার প্রিয় বন্ধুর জন্য ছুটি কাটানোর উপযুক্ত জায়গা।
১৫) রান্থাম্বরে

Image Source: ranthambhor.com
রান্থাম্বরে রাজস্থানের একটি সুন্দর জায়গা যেখানে একটি ন্যাশনাল পার্ক আছে যা ভারতে অনেক বিখ্যাত। রান্থাম্বরে ন্যাশনাল পার্কে সারা বছর ধরেই নানা ধরনের পর্যটক আসে সেখানকার বিস্তৃত ধরনের বিরল প্রজাতির প্রাণীদের দেখার জন্য। এই এলাকায় বিনোদন কেন্দ্রের মধ্যে তিনটি লেক এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
১৬) কুয়ারী পাস ট্র্যাক

Image Source: himalayanadventurejourney.com
এই গরমে বন্ধুদের সাথে এডভেঞ্চার করার জন্য এটি একটি অদ্ভুত সুন্দর জায়গা। যদি আপনার এডভেঞ্চার প্রিয় বন্ধু থেকে থাকে তাহলে তাদের নিয়ে এই উচ্চ পর্বতশৃঙ্গের চুড়ায় উঠার ভ্রমনে বেড়িয়ে পড়ুন। কুয়ারী যার মানে হলো দ্বার, একটি হিমালয়ের উচ্চ গিরিপথ যা তিব্বতের দক্ষিনে এবং নন্দা দেবী অভয়ারন্যের পশ্চিমে অবস্থিত গাড়ওয়ালে।
১৭) জয়পুর

Image Source: 100resilientcities.org
জয়পুর এমন একটি শহর যা আপনাকে দারুন তেজোদীপ্ত অভিজ্ঞতা দিবে। এটা গোলাপী শহর হিসেবেও পরিচিত পুরনো শহরের ঘর বাড়িগুলোর জন্য। যা ভ্রমনকারীদেরকে জমকালো অতীতের কথা মনে করিয়ে দেয়। জয়পুরের প্রধান আকর্ষনীয় জায়গাগুলোর মধ্যে আছে রাজকীয় ভবন এবং কেল্লাগুলো।
আম্বার ফোর্ট,হাওয়া মহল,সিটি রয়াল রেসিডেন্স,জান্তার মন্তর,নাহারগড় ফোর্ট,জল মহল,আলবার্ট হল মিউজিয়াম,বিরলা মন্দির এবং আরো আছে অনেক কিছু যা দেখার মতো।
১৮) নাইনিতাল

Image Source: tourism-of-india.com
নায়নিতাল হলো ভারতের অন্যতম বড় শহর এবং ভ্রমনের জন্য বিখ্যাত জায়গা। এটি লেক নায়নির চারপাশ ঘিরে থাকা বনভূমির উপত্যকা।
ভ্রমনকারীদের জন্য এটি অদ্ভুত একটি মজার জায়গা। এখানে ঘোড়ায় চরা এবং লেকে দাড় বাওয়ার মত মজার অভিজ্ঞতা অর্জন করা যায়। নায়নিতাল দুই মাইল বিস্তৃত লেক আর পাহাড় দিয়ে ঘেরা অত্যন্ত সুন্দর মনোরম একটি জায়গা।
১৯) শিমলা

Image Source: weekendthrill.com
এটি এমনই একটি জায়গা যার বর্ণনা দিতে গেলে কম হবে। এর নজরকারা সৌন্দর্য এবং সুউচ্চ পাহাড়গুলি হাজার বছরের গল্প বলে দেয়। উচ্চ পাহাড়ের পথগুলি সবকিছুর তুলনায় অনন্য। তুষার আবৃত পাহাড়গুলি, অদ্ভুত সুন্দর গাছপালা এবং বিস্ময়কর হ্রদগুলি সবমিলিয়ে দারুন সৌন্দর্য নিয়ে শিমলা আপনাকে স্বাগতম জানাবে। তাই আপনি যদি আপনার মন ফুরফুরে করে দিবে এমন কোথাও ছুটি কাটাতে যেতে চান তাহলে এটি হবে সর্বোত্তম জায়গা।
২০) মুসসোরিই

Image Source: enchantingtravels.com
পাহাড়ে প্রচুর শীত হতে মুক্তি পাওয়ার জন্য আরেকটি জায়গা যেখানে আপনি নির্দ্বিধায় বন্ধু নিয়ে যেতে পারেন। মুসসোরিই এর সৌন্দর্য, গাছপালা দিয়ে ঢাকা ঢাল, ভ্যালি দেখা এবং সুউচ্চ হিমালয়ের দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবেই। মুসসোরিই এর প্রাকৃতিক সৈন্দর্য এবং চমৎকার সুন্দর আবহাওয়া উপভোগ করতে আগ্রহীরা সুদূর সমুদ্র পাড় হয়ে আসে। তাই যারা ভ্রমণে আগ্রহী তারা অতি দ্রুত ব্যাগ গুছিয়ে এখানে চলে আসুন।
www.thrillophilia.com সাইটে প্রকাশিত আর্টিকেলের ছায়া অবলম্বনে লেখা।
মন্তব্য করুন