নিজেকে যোগ্যতররূপে উপস্থাপনের ৮ উপায়

Share

বৈশ্বিক অর্থনীতি খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, হয়ত আপনার চাকরিও। যদি এমন হয় যে আপনি চাকরি খুঁজছেন, কিংবা অচিরেই খুঁজতে শুরু করবেন, কিছু ব্যাপার খেয়াল রাখলে আপনি চাকরিদাতাদের কাছে আরো আকর্ষণীয় একজন প্রার্থী বলে বিবেচিত হবেন।

চলুন দেখে নেয়া যাক এমন ৮টি কায়দা যা আপনাকে যোগ্যতর একজন হিসেবে পরিচয় করিয়ে দেবে-

১) নিজের নামকে ব্র্যান্ডিং, বিশেষ করে ইমেইলে

সিভিতে এক নাম, ইমেইলে আরেক নাম উল্লেখ থাকলে আপনার সম্ভাব্য চাকরিদাতারা কিছুটা খেই হারিয়ে ফেলতে পারে। এক্ষেত্রে সব জায়গায় একই নাম ব্যবহার করাটাই ভালো। বিশেষ করে ডাকনাম ব্যবহার করা থেকে বিরত থাকুন।

নিয়োগদাতা ও ক্যারিয়ার কাউন্সেলর মেরিয়ান এডোরেডীয় বলেন, ‘সাধারণত হালকা নামের লোক ব্যবস্থাপক পদগুলোতে চাকরি পায় না।’

২) নিয়োগদাতার মনমতো হওয়া

ক্যারিয়ার বিশেষজ্ঞ ক্যাথরিন উলরিখ বলেন, ‘চাকরিদাতারা বৃত্তাকার গর্তের জন্য গোল পাথরই চায়।’

আপনি হয়ত নিজের জন্য একেবারেই আনকোরা ধরণের একটি চাকরির চেষ্টা করছেন, কিন্তু সেটা নিয়োগদাতাদের জন্য তেমন কোনো দরকারি তথ্য না। মনে রাখবেন, কোনো চাকরির জন্য আবেদন করলে আপনার কাছে যেন অবশ্যই উত্তর থাকে- কেন আপনি ঐ চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত।

‘এটাই আসল ব্যাপার, যা নিয়োগদাতারা খুঁজে থাকেন’, উলরিখ বলেন।

৩) অনলাইন প্রোফাইল সমৃদ্ধ করা

‘নিজের ফেসবুক ওয়াল থেকে সব আবর্জনা ফেলে দাও’, বলছিলেন এডভান্টেজ ক্যারিয়ার সল্যুশনসের স্বত্বাধিকারী রিচার্ড ফিলিপ্স।

একইসাথে নিজের কাজের ক্ষেত্রের ব্লগ বা ফোরামে বেশি সময় দিন. এতে নিজের সাথে সাথে আপনার অনলাইন প্রোফাইলটিও সমৃদ্ধ হবে।

৪) সাহায্য চাওয়া

‘সবাইকে অন্তত আপনাকে করার জন্য একটা কাজের নাম করতে বলুন, যেটা কিনা  সে আপনার জায়গায় থাকলে করতো’, এডোরেডীয় বলেন। ‘এটা আপনাকে এমন কিছু করণীয় কাজের সাথে সাথে পরিচয় করিয়ে দেবে যা কখনো আপনার মাথাতেই আসতো না।’

৫) নিজের পেশাদার সমিতিতে সক্রিয় হন

এটা বকেয়া পরিশোধ ও মিটিংয়ে উপস্থিত হওয়ার চেয়ে বেশি কিছু। সাহায্য করার একটা পথ খুঁজে বের করুন। উদাহরণ হিসেবে বলা যায়- ধরুন আপনি আপনার কাজের ক্ষেত্রের বিশেষজ্ঞ বক্তাদের নিয়ে একটা প্যানেল গঠন করলেন। এটা আপনার প্রোফাইলকে ভারী করবে, আত্নবিশ্বাস বাড়াবে ও নতুন অনেক রকমের সম্পর্ক তৈরিতে সাহায্য করবে।

‘এর মানে আপনি চাকরিদাতাদের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন’, উলরিখ বলেন।

৬) নতুন কিছু শিখুন

এটা সত্যিকার অর্থেই খুব কাজের, যদি আপনি কর্মক্ষেত্রে ব্যবহৃত হয় এমন আনকোরা নতুন কোনো কাজে দক্ষতা অর্জন করতে পারেন।

৭) কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্প হাতে নিন

‘এটা হওয়া উচিত এমন কিছু যা আপনার জীবনবৃত্তান্তে নতুন কিছু যোগ করবে’, ফিলিপ্স বলেন, ‘এটা এমনভাবে চিন্তা করতে হবে যেন আপনি জীবনবৃত্তান্ত লিখছেন, তাহলে সেখানে আপনি এমন কি নতুন যোগ করতে চান. যেটা এখন সেখানে নেই।’

৮) নমনীয় হন

আপনি হয়ত একনাগাড়ে দশ মাইলও হাটতে চাইবেন না। কিন্তু কখনো কখনো নিজের কমফোর্ট জোন থেকে কিছুটা বেরিয়ে আসলে অনেক সুযোগের দেখা মিলতে পারে। নমনীয়তা আপনাকে চাকরিদাতাদের কাছে আরো আকর্ষণীয় প্রার্থী হিসেবে উপস্থাপন করে। কারণ এটা তাদের এমন ইঙ্গিতই দেয় যে-আপনি পরিবর্তন সামলাতে সক্ষম।

লিখেছেন মার্গারেট স্টিনস, ইয়াহু হটজবসের জন্য।
www.monster.com সাইটে মূলত প্রকাশিত।  

আপনি উদ্যমী!
আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান?  

তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।

আমাদের সেরা কনটেন্ট আপনার ইমেইলে পৌছে যাবে প্রতি সপ্তাহে।  

Invalid email address
আপনি যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।  

মন্তব্য করুন