জীবন সম্পর্কে অনুপ্রেরণামূলক পাঁচটি ছোট গল্প
আপনার জীবন যখন জটিল অবস্থার মধ্যে দিয়ে যায়, এই অনুপ্রেরণামূলক গল্পগুলোর দিকে নজর দিন। এগুলো পড়া শুধুমাত্র আপনার আত্মায় প্রশান্তিই এনে দিবে না, বরং তা আপনার মধ্যে নতুন ধারনা বা পরিবর্তন এনে দিতে পারে যা আপনাকে অপেক্ষাকৃত ভাল কিছুর দিকে ধাবিত করতে পারে। পড়ুন এবং হাসতে তৈরি থাকুন।
১।প্রত্যেকেরই জীবনের একটি গল্প থাকে
একটি ২৪ বছর বয়সী যুবক ট্রেনের জানালার বাইরের দিকে তাকিয়ে তার বাবাকে চিৎকার করে বলছে ‘দেখ বাবা,গাছগুলো পেছনের দিকে ছুটছে’।
বাবা হাসল,পাশেই এক প্রেমিক যুগল বসে ২৪ বছর বয়সী যুবকের শিশুসুলভ আচরণ করুণার সাথে দেখছিল। হঠাৎ সে আবার বলে উঠল ‘দেখ বাবা, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে’। প্রেমিকযুগল আর চুপ থাকতে পারলো না এবং ছেলেটির বাবাকে বলল ‘আপনি কেন আপনার ছেলেকে একজন ভাল ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না’? লোকটি হেসে বলল ‘আমরা হাসপাতাল থেকেই ফিরছি, আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল, আজই সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে’।
এই পৃথিবীর প্রতিটি মানুষেরই একটি গল্প থাকে। আপনি কাউকে পুরোপুরি না জেনে বিচার করবেন না। সত্য হয়ত আপনাকে চমকে দিতে পারে।
২।আপনার সমস্যাগুলোকে ঝেড়ে ফেলুন
একজন লোকের প্রিয় গাধা গভীর গর্তে পড়ে গেল। সে হাজার চেষ্টা করেও সেটিকে টেনে তুলতে পারলো না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন একে জীবন্ত সমাহিত করার। উপর হতে গাধার উপর মাটি ঢেলে দেওয়া হল। গাধাটি বোঝা অনুভব করল,গাঁ ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিলো এবং এর উপর দাঁড়াল। যত মাটি ঢালা হচ্ছিল, এটি গাঁ ঝাড়া দিতে লাগল এবং এর উপর দাঁড়াল। যত বেশী মাটি ফেলা হল,এটি উপরের দিকে উঠতে লাগল। দুপুরের মধ্যেই গাধাটি চারণভূমিতে উঠে আসল। আমাদের জীবনের সমস্যাগুলোও অনেকটা এই রকম- সমস্যাগুলোকে ঝেড়ে ফেলা এবং এগুলো হতে শিক্ষা গ্রহণের মাধ্যমে যে কেউ তার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
৩।হাতির দড়ি
একজন ব্যক্তি একটি হাতির পাশ দিয়ে যাচ্ছিল,হঠাৎ সে দাঁড়িয়ে গেল। সে এই ভেবে অবাক হল যে, এত বড় একটা প্রানীর সামনের পায়ে কেবল একটি দড়ি দিয়ে বাঁধা। অন্য কোন শিকল বা খাঁচা নেই। এটি স্পষ্ট যে, তারা যেকোন সময় এটি ভেঙে মুক্ত হতে পারে কিন্তু কোন কারণে তারা তা করছে না।
লোকটি পাশের প্রশিক্ষককে জিজ্ঞেস করল, হাতিগুলো কেন দাঁড়িয়ে আছে এবং চলে যাওয়ার কোন চেষ্টা করছে না। প্রশিক্ষক উত্তর দিল, যখন তারা আকারে অনেক ছোট ছিল, আমরা একই দড়ি দিয়েই তাদের আটকাতাম। সেই বয়সে তাদের আটকে রাখতে এই দড়িই যথেষ্ট ছিল।তাদের মধ্যে এখনও সেই বিশ্বাস যে, তারা এটি ভাঙতে পারবে না। তাই তারা মুক্ত হতে চেষ্টাও করে না।
লোকটি বিস্মিত হল। এই হাতিগুলো যখন ইচ্ছে তাদের বন্দিদশা থেকে মুক্ত হতে পারে, কিন্তু তারা পারবে না এই বিশ্বাসের জন্য, তারা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে।
হাতির মত আমরা কয়জন একবার ব্যর্থ হয়েছি বলে কখনো পারবো না এই ধরণের বিশ্বাসে আটকে থাকি?
ব্যর্থতা শেখারই একটি অংশ। আমাদের জীবন যুদ্ধে হাল ছেড়ে দেওয়া কখনোই উচিত নয়।
৪।আলু, ডিম এবং কফি বিন
একদা একটি মেয়ে তার বাবার কাছে নালিশ করল তার জীবন দুর্দশাগ্রস্ত এবং সে জানে না কিভাবে তা ঠিক করতে হবে। সে সংগ্রাম করতে করতে ক্লান্ত। একটি সমস্যার সমাধান হতে না হতেই অন্য সমস্যার শুরু হয়।
তার বাবা একজন শেফ,তাকে রান্না ঘরে নিয়ে গেল। তিনি তিনটি পাত্রে পানি নিলেন এবং চুলার আগুনে বসালেন পাত্রগুলো। পানি সিদ্ধ হতে শুরু করলে একটি পাত্রে তিনি আলু দিলেন, দ্বিতীয় পাত্রে ডিম দিলেন এবং তৃতীয় পাত্রে কফির বিন দিলেন।
তারপর তিনি তার মেয়ের সাথে আর কোন কথা না বলে, সেগুলোকে সিদ্ধ হতে দিলেন। মেয়েটি অধৈর্য হয়ে অপেক্ষা করছিল এবং ভাবছিল তার বাবা কি করছে।
২০ মিনিট পর তিনি চুলা বন্ধ করে দিলেন। তিনি আলু এবং ডিম তুলে একটি পাত্রে এবং কফি একটি কাপে রাখলেন। তারপর তার মেয়েকে জিজ্ঞাস করলেন ‘তুমি কি দেখতে পাচ্ছ’?
মেয়েটি দ্রুত উত্তর দিল ‘আলু, ডিম এবং কফি’।
তিনি তার মেয়েকে কাছ থেকে দেখতে বললেন এবং আলুগুলো স্পর্শ করে দেখতে বললেন। মেয়েটি লক্ষ্য করল সেগুলো নরম। তারপর তিনি মেয়েটিকে ডিম ফাটাতে বললেন। সে লক্ষ্য করল ডিমটি সিদ্ধ এবং শক্ত। সবশেষে তাকে কফিতে চুমুক দিতে বলা হল। এর সুবাস তার মুখে হাসি ফুটিয়ে তুলল।
সে তার বাবাকে এর মানে জিজ্ঞাসা করল। তিনি ব্যাখ্যা করা শুরু করলেন যে, আলু, ডিম এবং কফি একই প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছে- ফুটন্ত পানি।
কিন্তু প্রত্যেকটির প্রতিক্রিয়া আলাদা ছিল।আলু শক্ত,কঠিন অবস্থা হতে মসৃণ হয়েছে।
ডিমের বাইরের আবরণটি ভেতরের গলিত কুসুম অংশকে সংরক্ষন করে রাখছিল, এই ফুটন্ত পানিতে দেওয়ার আগ পর্যন্ত। ডিমের ভেতরের অংশটি কঠিন হয়ে গিয়েছে।
এবং কফি ফুটন্ত পানিতে দেওয়ার পর পানির রঙ পরিবর্তন হয়ে নতুন জিনিস তৈরি করেছে।
‘তুমি কোনটি?’তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন। ‘প্রতিকূলতা তোমার কাছে আসলে তুমি কিভাবে প্রতিক্রিয়া করবে? ’তুমি কি আলু, ডিম নাকি কফি বিন?
উপদেশঃ আমাদের চারপাশে, আমাদের সাথে অনেক কিছুই ঘটতে থাকে। কিন্তু মূল বিষয় হল,আমাদের ভেতরে কি ঘটছে। আপনি কোনটি?
৫।এক থালা আইসক্রিম
আইসক্রিমের দাম যখন অনেকটাই কমে এসেছিল, একটি ছেলে একটি কফি শপে ঢুকে বসল। ওয়েটার তার সামনে এক গ্লাস পানি রাখল।
একটি আইসক্রিম সানডায়ের দাম কত?
৫০ সেন্ট,ওয়েটার উত্তর দিল।
ছোট ছেলেটি তার পকেট থেকে হাত বের করে অনেকগুলো পয়সা দেখতে লাগল। এক থালা প্লেইন আইসক্রিম কত?সে জিজ্ঞাসা করল। অন্যান্য টেবিলে অনেক মানুষ অপেক্ষা করছিল।ওয়েটার কিছুটা অধৈর্য হয়ে পড়ল।
সে উত্তর দিল।৩৫ সেন্ট।
ছোট ছেলেটি পুনরায় পয়সা গুনতে লাগল এবং প্লেইন আইসক্রিম চাইল।
ওয়েটার আইসক্রিম নিয়ে এসে টেবিলে বিল রেখে চলে গেল। ছেলেটি আইসক্রিম শেষ করে বিল পরিশোধ করে কফি শপ থেকে বের হয়ে গেল। ওয়েটার ফিরে এসে টেবিলের নিচে পরিস্কার করে যা দেখল তাতে বিস্মিত হল।
খালি থালার পাশে ১৫ সেন্ট রাখা- তার বখশিশ।
www.livin3.com সাইটে পূর্বপ্রকাশিত।
মন্তব্য করুন