আপনার সম্পর্কে অন্যের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে এই পাঁচটি বিষয়

Share

কারো সাথে প্রথম সাক্ষাৎে তার নিকট আপনার ভাবমূর্তি অসাধারণ করে তোলার অনেক উপায় রয়েছে।এখানে পাঁচটি প্রমাণিত কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি শুরু করতে পারেন।

১।কৌতূহলী হওয়া

আপনি কি সবচেয়ে মজাদার ব্যক্তি হতে চান? কিন্তু অন্যের কাছে মনোমুগ্ধকর হওয়ার পূর্বশর্ত হলো তার ব্যাপারে কৌতূহলী হওয়া। আলবার্ট আইনস্টাইন বলেছেন ‘আমার বিশেষ কোণ গুণ নেই।আমি প্রচন্ডভাবে কৌতূহলী’।সম্ভবত আমাদের প্রত্যেকের মাঝেই একজন আইনস্টাইন রয়েছে।

২।তার গল্প শুনতে চান

কারো সাথে প্রথম দেখা হলে চিরাচরিত প্রশ্ন যেমনঃ‘আপনি কি করছেন?’ ‘কোথায় থাকেন?’এগুলো জিজ্ঞাসা না করে তার গল্প শুনতে চান।এর মাধ্যমে আপনি যেকোন ধরণের গল্প শুনতে পারেন- অন্য দেশে ভ্রমন,বিখ্যাত কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ,পৃথিবীকে অধিকতর সুন্দর করার জন্য বিশেষ কোন গুন ইত্যাদি।এই ধরণের প্রশ্ন অপর ব্যক্তির মনে সহজেই দাগ কাটে এবং সে মন থেকে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

৩।অন্যের নিকট হতে শিক্ষা গ্রহণে ইচ্ছুক হওয়া

সবচেয়ে ভাল কথোপকথন সেগুলোই যা হতে অন্য ব্যক্তি কি করছে,কেন করছে এবং কিভাবে করছে তা শিখতে চাওয়া হয়।জানতে চাওয়ার মাধ্যমে আপনি নিজেই উপকৃত হবেন এবং অপর ব্যক্তির নিকট ও এটি প্রশংসনীয় হয়ে উঠবে।এক্ষেত্রে আপনার চেয়ে কম বয়সী এবং কম অভিজ্ঞতাসম্পন্ন কাউকে নির্বাচন করতে পারেন যে আপনার কাজ বা জীবনের সাথে সম্পর্কিত আপনার অজানা কোন বিষয়ে বিশেষ জ্ঞান রাখে।তার নিকট হতে শিখুন।এটি তৎক্ষণাৎ ভাবে আপনার ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে।

৪।প্রতিশ্রুতি সম্পন্ন করুন

আপনার ব্যক্তিগত জীবনে বা কাজের ক্ষেত্রে কারো সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং আপনার ইতিবাচক ভাবমূর্তি তৈরির একটি ভাল কৌশল হতে পারে অপর ব্যক্তিকে সাহায্য করতে চাওয়া।যদিও অল্প সংখ্যক মানুষ তাদের প্রতিশ্রুতি মানুষ আপনার সাথে তাদের সম্পর্ককে অধিক গুরুত্ব দিবে যখন আপনি প্রতিশ্রুতি মোতাবেক তাকে সাহায্য করবেন: একটি গুরুত্বপূর্ণ মানুষের সাথে পরিচয় করিয়ে, সমস্যার সমাধানে পরামর্শ দিয়ে, রেফারেল বা কোচিং করিয়ে|আপনি যখন অন্যের মঙ্গলের জন্য কিছু করছেন তার মধ্যে ও আপনার জন্য কিছু করার একটি মনস্তত্তিক ভাবনা তৈরি হবে যাকে বলা হয় ‘law of reciprocity’।এর ফলে এই নতুন সম্পর্ক গুলো দ্বারা আপনি উপকৃত হবেন।

৫।বলার আগে শুনুন

আপনি কি আপনার প্রথম ভাবমূর্তি অসাধারণ করে তুলতে চান?হস্তক্ষেপ না করে অপর ব্যক্তিকে বলার সুযোগ দিন।সত্যি করে বলুন তো কতবার আপনি চেষ্টা করেছেন,অন্যের কথার মাঝে কথা না বলতে এবং তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিতে?একটি কনভারসেশন তখনই সফল হবে যখন এটি গুরুত্ব দিয়ে শোনা হয়।উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে না হয়ে পড়ে বরং অপর ব্যক্তির চিন্তা সম্পূর্ণ শুনুন আগে।আজ যখন আপনি অন্যদের সাথে কথা বলবেন তাদের নিকট পূর্ণ মনোযোগ দিন।এবং অবাচনিক যোগাযোগের মাধ্যমে তাদের বোঝান ‘আপনি যা বলতে চাচ্ছেন সেই বিষয়ে আমি আগ্রহী’।

লিখেছেন মার্সেল সওন্তেস।

www.inc.com মূলত প্রকাশিত।

আপনি উদ্যমী!
আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান?  

তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।

আমাদের সেরা কনটেন্ট আপনার ইমেইলে পৌছে যাবে প্রতি সপ্তাহে।  

Invalid email address
আপনি যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।  

মন্তব্য করুন